এবারের বিপিএলে থাকছে যে সব চমক !!
এবারের বিপিএল আয়োজন করা হচ্ছে বিসিবি থেকেই। তাইতো এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্বও নেওয়া হয়েছে বিসিবি থেকেই। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে জমকালো’- এক দু’বার নয়, বার বার বলা হচ্ছে এ কথা। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বেশ কয়েকবার জোর দিয়েই বলেছেন এমন।
এমনও বলা হয়েছে, বিপিএলের সবচেয়ে আকর্ষণীয়, বর্ণাঢ্য ও জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে এবার। শেষ পর্যন্ত কি হয়, উদ্বোধনী অনুষ্ঠান কতটা আকর্ষণ ছড়ায়, সেটাই দেখার।
এর মধ্যে সবচেয়ে বড় নামটি বলিউড সুপারস্টার সালমান খানের। সঙ্গে থাকবেন হার্টথ্রব নায়িকা ক্যাটরিনা কাইফও। এছাড়াও আরও তিন থেকে চারজন বলিউড স্টারকে আনার চেষ্টা চলছে। সাথে বাংলা ও হিন্দি সঙ্গীত জগতেরও বেশ কজন শীর্ষ তারকার উপস্থিতির জোর সম্ভাবনা আছে। উল্লেখ্য যে ,’ গতবার উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই মাঠে গড়িয়েছিলো বিপিএল।