এবার সেই মাদ্রাসা ছাত্রীর পাশে দাড়ালেন এমপি বুবলী !!
এবার নরসিংদীর রায়পুরায় গণধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীর পাশে দাড়ালেন মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলী। ওই কিশোরীকে আইনগত সকল সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি।
সম্প্রতি ওই কিশোরীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনা সমালোচনার ঝড় উঠে।ভিডিওটিতে কিশোরী জানায়, ‘নরসিংদী রায়পুরায় গিয়াস উদ্দিনের নরপিশাচ পুত্র শুভ আহমেদের পরিকল্পনায় মোট ৪ জন তাকে হাত-পা ও মুখ বেধে গণধর্ষণ করে। পরে কিশোরী অন্তঃস্বত্তা হয়ে পড়লে জন্ম দেয়া ফুটফুটে কন্যা সন্তান। বর্তমানে ধর্ষকরা কন্যা শিশুটিকে পরিকল্পনা করে হত্যা করে।’
ভিডিওটি নরসিংদীর মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলীর নজরে এলে তিনি তার পাশে দাড়ানোর আশ্বাস প্রদান করেন।
কিশোরীকে আইনগত সহায়তা দেয়ার আশ্বাস জানিয়ে এমপি তামান্না নুসরাত বুবলী জানান, ঘটনাটি যদি সত্যি হয়, তাহলে ওই নরপিশাচদের বিচার নিশ্চিত করা হবে। এই বিষয়টা আমি নিজে দেখবো। আইনগত সকল সুযোগ সুবিধা কিশোরীকে দেয়া হবে।