বিপিএলের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন রকিবুল !!
একটা সময় বাংলাদেশের জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। অনেকদিক আগেই নিজের ব্যাট-প্যাড ঘরে উঠিয়ে রেখেছেন। কিন্তু ক্রিকেট থেকে সরে দাড়ায়নি
এই কিংবদন্তী ক্রিকেটার। বিপিএলের সপ্তম আসরের গভর্নিং কাউন্সিলে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে রকিবুল হাসানকে।
জানা যায়, বিপিএল গভর্নিং কাউন্সিলে এতদিন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। তবে, এবারের বিপিএলের জন্য নতুন নিয়ম। প্রতিটি দলের জন্যই একজন করে টিম ডিরেক্টর নিয়োগ করা হয়েছে। যে দায়িত্ব পেয়েছেন বিসিবির পরিচালকরা। কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের কমিটিতে থাকলে টিম ডিরেক্টর হওয়া যাবে না। যার ফলে এই দায়িত্বটি পেয়েছেন রকিবুল হাসান।
প্রসঙ্গত, বাংলাদেশের এক কিংবদন্তী ক্রিকেটার রকিবুল হাসান। পাকিস্তান আমলে তার খেলোয়াড়ী জীবন শুরু। ওপেনিং ব্যাট্স্ম্যান হিসেবে প্রচুর সফলতা অর্জন করেন। এক সময় পাকিস্তান টেস্ট দলে তার অন্তর্ভুক্তির সমূহ সম্ভাবনা ছিল। বাংলাদেশ সৃষ্টির পর দীর্ঘদিন জাতীয় দলের ওপেনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।