হানিমুন কোথায় করবেন জানালেন মিথিলা !!
কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা আজ (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ে করছেন। তবে অনুষ্ঠানিকভাবে নয় সৃজিতের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে রেজিস্ট্রি করে তাদের বিয়ে সম্পন্ন হবে। আর শনিবার সকালেই হানিমনে যাচ্ছেন তারা।
মিথিলা জানান, বিয়ের পর বাইরে একটি হোটেলে সবাই মিলে রাতের খাবার খাবেন। শনিবার সকালেই তারা সুইজারল্যান্ডের জেনেভায় যাবেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি রেজিস্ট্রেশন করবেন মিথিলা। এরপর সেখানে তারা এক সপ্তাহ থাকবেন।
জানা গেছে, বিয়ের আগে মঙ্গলবার পরিবারের সদস্যদের নিয়ে কলকাতায় গেছেন মিথিলা। তার একমাত্র মেয়ে আইরাও সঙ্গে রয়েছেন। এরপর থেকেই সৃজিতের বাসাতেই আছেন তারা।
মিথিলা জানিয়েছে, বিয়েতে নিজেই সাজবেন আর গায়ে জড়াবেন ঢাকার আড়ং থেকে কেনা লাল জামদানী। আর সৃজিত পরবেন পাজামা, পাঞ্জাবি আর জহরকোট। এগুলো কলকাতা থেকে কেনা হয়েছে।