মমতার বিপক্ষে গেলেন দেব-নুসরাত-মিমি !!
পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছেন ভারতের তেলেঙ্গানায় তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনে অভিযুক্ত চারজন। ঘটনার পরই প্রশংসার পাশাপাশি নিন্দা-সমালোচনার নানা মত দিতে থাকেন অনেকে। এ নিয়ে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
মেয়ো রোডে একটি সভায় আইনের শাসন তথা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখার কথা বলেন মমতা। তবে ওই সভায় মমতার মন্তব্যের আগে এবং পরেও দেখা যায়, এ বিষয়ে তৃণমূল নেত্রীর সাথে সহমত নন তারই দলীয় সাংসদের একাংশ। মমতা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখার কথা বললেও এ নিয়ে পুরোপুরি ভিন্ন মত অভিনয় থেকে রাজনীতিবিদ হওয়া দেব, নুসরাত ও মিমির।
তেলেঙ্গানা পুলিশকে বাহবা দিয়ে নির্যাতিতার উদ্দেশে মিমির টুইট, ‘এ বার তোমার আত্মা শান্তি পাবে।’ তবে এই মত প্রকাশের আগে মমতার বক্তব্য তার শোনা হয়েছিল কি না, তা অবশ্য জানা যায়নি। টুইটারে হায়দরাবাদ পুলিশকে অভিনন্দন জানিয়ে দেব লেখেন, ‘এর প্রয়োজন ছিল।’
নিজের টুইটার অ্যাকাউন্টে নিজেকে মানবতাবাদী বলে আখ্যা দিলেও সুবিচারের জন্য আইন নিজের হাতে তুলে নেয়ার পক্ষেই সওয়াল করেন নুসরত। বসিরহাট কেন্দ্রের সাংসদের টুইট, ‘অবশেষে… সুবিচারের জন্য বিচার / আইন ব্যবস্থার কারুর ব্যাটন তুলে নেওয়ার প্রয়োজন রয়েছে। আর্তি শোনা হয়েছে… অপরাধীদের আর অস্তিত্ব নেই।’