শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখে নিন সম্ভাব্য একাদশ !!
চলতি সাউথ এশিয়ান (এসএ) গেমসের ছেলেদের ক্রিকেট ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। স্বাগতিক নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সৌম্য-শান্তরা।
এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। অন্যদিকে বাংলাদেশের মতই এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল।
গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামবে এই দুইদল। এরপর স্বর্ণ জয়ের লক্ষ্যে ফাইনালে একে অপরের মোকাবেলা করবে।বাংলাদেশ সম্ভাব্য একাদশঃ মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, ইয়াসির আলি, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, মেহেদী হাসান, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, সুমন খান।