বিপিএলে বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইবেন সনু নিগাম !!
সময়ের সাথে সাথে যে কয়জন সঙ্গীত শিল্পী গান গেয়ে উপমহাদেশের মানুষের হৃদয়ের মনিকোঠায় যায়গা করে নিয়েছে তার মধ্যে সনু নিগাম অন্যতম। প্রথমবারের মতো এবারের বিপিএলে এসে বঙ্গবন্ধুকে নিয়ে গাইবেন সঙ্গীতের এই সুপারস্টার।
শনিবার (৭ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।জানা যায়, বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী ঘোষণার পর পরই শুরু হবে বর্নালি আতশবাজি। ১০ মিনিট ধরে চলবে রঙের খেলা। এরপর সন্ধ্যা পৌনে ৮ টায় মঞ্চে আসবেন সনু নিগাম। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান দিয়েই পরিবেশনা শুরু করবেন তিনি।
এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে আসবেন জনপ্রিয় বলিউড সুপারস্টার সালমান খান, ক্যাটরিনা কাইফ, ও কৈলাশ খের। এছাড়া দেশি তারকাদের মধ্যে থাকছেন মমতাজ ও জেমস।