বিয়ে করলে সালমানকেই করব: অনন্যা !!
সালমান খান ভারতের শুধু জনপ্রিয় অভিনেতা বললে ভুল হবে। ভারতে রীতিমতো তাকে ঈশ্বরের মতো মানেন ভক্তরা। সালমানের স্টাইল নকল করতেও ভক্তরা ভীষণ পছন্দ করেন। ৫৩টি বসন্ত পার করেও এখনো বিয়ের পিঁড়িতে বসেন নি সালমান। কবে বসবেন তা নিয়ে জল্পনাকল্পনার কোনো শেষ নেই। বলার অপেক্ষা রাখে না, সালমান যদি বিয়ে করার সিদ্ধান্ত নেন তাহলে তার গলায় মালা দিতে লাইনে দাঁড়াবেন প্রখ্যাত সুন্দরীরা। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী অনন্যা পান্ডে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে মুক্তির প্রতীক্ষায় থাকা ছবি ‘পতি পত্নী অউর ওহ’-এর প্রচারে হাজির হয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান, অভিনেত্রী অনন্যা পান্ডে ও ভূমি পেড়নেকার। সেখানে অনন্যার কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে স্বামী হিসেবে কাকে দেখতে চান, জবাবে অনন্যা জানান, স্বামী হিসেবে সালমান খানকে পছন্দ তার। এমনকি ভালোবাসার মানুষ হিসেবেও সালমানকে চান তিনি।
চলতি বছর ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে বলিউডে অভিষেক হয় শক্তিমান অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি। তবে অনন্যার অভিনয় নজর কাড়ে সবার। আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে অনন্যা অভিনীত ‘পতি পত্নী অউর ওহ’ ছবিটি।