তলোয়ারবাজিতে সোনা জিতলেন বাংলাদেশের মেয়ে !!
এই নিয়ে নেপালে চলমান এসএ গেমসে সাতটি সোনা জিতে নিল বাংলাদেশ। সপ্তম সোনাটি জিতেছেন ফেনীর মেয়ে ফাতেমা। তলোয়ারবাজী বা ফেন্সিংয়ের একক সাব রে ইভেন্টে সোনা জিতেছেন তিনি। এসএ গেমসে আগে ফেন্সিং ইভেন্ট ছিল না, এবারই প্রথম ফেন্সিং ইভেন্ট যোগ করা হয়।
প্রথমবারেই সোনা বাংলাদেশের ঘরে এনে দিলেন ফাতেমা। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এই পদক জেতেন তিনি। এর আগে, দিনের শুরুটা হয়েছিল ভারোত্তোলোনে মাবিয়া আক্তারের সোনা জয়ের মধ্যে দিয়ে। দ্বিতীয় সোনাটিও এসেছিল ভারোত্তোলোন থেকে। পদকটি জিতেছিলেন জিয়ারুল ইসলাম। এ নিয়ে এবারের গেমসে মোট সাতটি সোনা জিতেছে বাংলাদেশ।