ভিপি নুরুকে পদত্যাগ করে বহিষ্কার করার দাবি গোলাম রাব্বানীর !!
এবার আর্থিক দুর্নীতি ও নৈতিক স্থলনের অভিযোগে ডাকসু ভিপি নুরুল হক নুরকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন জিএস গোলাম রাব্বানী। পদত্যাগ না করলে নুরকে বহিষ্কার করতে ডাকসুর সভাপতি ও ঢাবি উপাচাযের্র প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসু সদস্যরা।
অন্যদিকে ভিপি নুর জানিয়েছেন, ছাত্রলীগের কথায় পদত্যাগ নয়, অভিযোগ প্রমাণ করতে পারলে বলার আগেই পদত্যাগ করবেন তিনি।আজ ৮ ডিসেম্বর রবিবার সকালে সংবাদ সম্মেলনে ডাকসুর ২৫ জন সদস্যের মধ্যে ২৩ জন উপস্থিত ছিলেন।
এ সময় গোলাম রাব্বানী বলেন, ‘ডাকসুর সর্বোচ্চ পদকে বিতর্কিত ও কলঙ্কিত করেছেন ভিপি নুর। আমরা ডাকসু পরিবার এই দায়ভার নেবো না। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। একইসঙ্গে পদ থেকে নুর যেন পদত্যাগ করে সেই দাবি আমরা জানাচ্ছি। ঘটনার তদন্ত করে ভিপি নুরুল হক নুরকে বহিষ্কার করা হোক।’
এ সময় ওই সংবাদ সম্মেলনে প্রথমে কথা বলেন ডাকসু এজিএস সাদ্দাম হোসেন। এরপর লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়। সেখানে ভিপি নুরের বিরুদ্ধে ১৩ কোটি টাকার টেন্ডারবাজির অভিযোগ আনা হয়।
ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত ডাকসু নেতারা বলেন, ‘নির্বাচনের পর তিনি শিক্ষার্থীদের জন্য কোনো কাজই করেননি। এর মধ্যে তিনি নৈতিক স্খলনজনিত কারণে ওই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। এরপরও পদত্যাগ না করলে তাকে ভিপি পদ থেকে বহিস্কার করা হোক।’ এ সময় ভিপি নুরের আর্থিক লেনদেন তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন করেন ডাকসু সদস্যরা।