বিপিএল মাতাতে বাংলাদেশ আসছেন আফগান চার তারকা !!
আগামী ১১ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের বঙ্গবন্ধু বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। এবারের বিপিএলে অংশ নিতে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন আফগানিস্তানের চার তারকা।
তারা হলেন- মোহাম্মদ নবি, মোহাম্মদ শাহজাদ, কাইস আহমেদ এবং মুজিব উর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ নবি।
এবারের বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলবেন নবি ও শাহজাদ। শাই হোপের পরিবর্তে শাহজাদকে দলে টানে রংপুর। এবারের বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলবেন লেগ স্পিনার বোলার কাইস আহমেদ।
অন্যদিকে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে বিপিএল মাতাবেন অফ স্পিনার মুজিব উর রহমান।