বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হলেন সানা মেরিন !!
বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে রোববার নির্বাচিত হয়েছেন ফিনল্যান্ডের ৩৪ বছর বয়সী সানা মেরিন। বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস রচনা করলেন তিনি।
রোববার এক ভোটাভুটিতে নির্বাচিত হন সানা। বিদায়ী প্রধানমন্ত্রী অ্যান্তি রিনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এর আগে গত মঙ্গলবার আস্থাভোটে হেরে পদত্যাগ করেন অ্যান্তি রিনে।
রবিবার রাতে সানা সাংবাদিকদের বলেন, পুনরায় আস্থা অর্জনে আমাদের একত্রে অনেক কাজ করতে হবে।বয়স নিয়ে প্রশ্নের জবাবে সানা আরো বলেন, আমি আমার বয়স বা লিঙ্গ সম্পর্কে কখনো ভাবিনি, রাজনীতিতে যে কারণে এসেছি সেসব বিষয়গুলোর কথা ভাবি, যার জন্য আমরা ভোটারদের আস্থা জিতেছি।মঙ্গলবার ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সানা।