এবার নতুনদের কাজের ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন অপু বিশ্বাস !!
সময়ের সাথে সাথে যে কয়জন নায়িকা ঢাকায় সিনেমায় নিজের যায়গা পাকাপোক্ত করে নিয়েছেন তার মধ্যে অপু বিশ্বাস অন্যতম। বরাবরই তিনি আলোচনার শীর্ষে থাকেন। শুধু অভিনয়ের মাধ্যমে নয়, ব্যক্তিগত কর্মকাণ্ডের কারনেও তিনি আলোচিত মুখ। এবার এই ঢালিউড কুইন নতুন পরিচয়ে ভক্তদের মাঝে হাজির হচ্ছেন।
জানা যায়, ‘এপিজে ফ্লোর’ নামে নতুন একটি প্রতিষ্ঠান নিয়ে হাজির হয়েছেন অপু বিশ্বাস। এপিজে ফ্লোরে বিউটি পার্লার, ফটো স্টুডিও, মিটিং ও ড্যান্স ফ্লোর থাকবে।
এই বিষয়ে অপু বলেন, এখন অনেক ছেলে-মেয়ে নতুন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। যেমন- ফটোগ্রাফি, বিউটিশিয়ান, কোরিওগ্রাফি। আমরা তাদের একটা কাজের ক্ষেত্র তৈরি করার চেষ্টা করেছি।
প্রসঙ্গত, অপু বিশ্বাস ১৯৮৯ সালের ( ১১ অক্টোবর) জন্মগ্রহণ করেন। তিনি ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। তিনি ২০১৩ সালে সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।