আবারও কি রিয়েলিটি শো’র বিচারক হতে চান? উত্তরে যা বললেন শবনম ফারিয়া !!
সাম্প্রতিক সময়ের রিয়েলিটি শো মাসুদ রানা নিয়ে আলোচনা ও সমালোচনার যেন শেষ ছিল না । বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে এই নিয়ে ছিল তীব্র সমালোচনা। অনেকেই এই নিয়ে ট্রলও করেছেন।
রিয়েলিটি শো মাসুদ রানার প্রাথমিক পর্যায়ের বিচারকদের নিয়ে বেশী ট্রল করা হয়। আর এই শো’র প্রাথমিক পর্যায়ের বিচারক ছিলেন শবনম ফারিয়া। সম্প্রতি ভবিষ্যতে আবারও এক টক শ তে তাকে প্রশ্ন করা হয় , আবারও কি রিয়েলিটি শো’র বিচারক হতে চান?
উত্তরে তিনি বলেন, মাসুদ রানার রেসপন্স? খুবই খারাপ ছিল। আমি চেষ্টা করেছি ভদ্র থাকতে। আমি ভেবেছি, যারা এখান থেকে নির্বাচিত হবে, তারা আমার সহশিল্পী হবে। তারপরও যে পরিমাণ সমালোচনা হয়েছে, আমার মনে হয়েছে সেটার জন্য আমি দায়ী নই। অন্য কারও ভুলের ভার আমাকে নিতে হয়েছে। আমি আর কখনো, কোনো দিন, জীবনেও কোনো রিয়েলিটি শোর বিচারক হব না।
সূত্র প্রথম আলো