মিয়ানমারের গণহত্যার তথ্য-প্রমাণ তুলে ধরেছে গাম্বিয়া !!
মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যার শুনানি নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজেতে আজ (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হয়েছে। এরই মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যার তথ্য প্রমাণ তুলে ধরেছে গাম্বিয়া।
দেশটি জানায়, মিয়ানমার রাষ্ট্রীয়ভাবে রোহিঙ্গা নিধনযজ্ঞ চালিয়েছে।মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের টার্গেট করেছিলো। সাধারণ মানুষকে টার্গেট করেছিলো। সেনাবাহিনী প্রথমে বিদ্রোহীদের দমন করার কথা বললেও তারা মূলত রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের নির্বিচারে হত্যা করেছে।
দেশটি আরও জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের গ্রামে গ্রামে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। নারীদের ওপর নিপীড়ন-নির্যাতন চালানো হয়েছে। তাদেরকে ধর্ষণ করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে ‘মিয়ানমার তোদের দেশ নয়’। এসব কথা যারা হত্যার হাত থেকে বেঁচে গিয়েছে তাদের কাছ থেকে আমরা জেনেছি। নাগরিক অধিকার থেকে রোহিঙ্গাদের বঞ্চিত করা হয়েছে। সরকারিভাবে রোহিঙ্গাদের প্রতি ঘৃণা ছড়ানো হয়েছে।