মুসলমানদের যে শাস্তি দেওয়া হচ্ছে, আমাকেও দেওয়া হোকঃ হর্ষ মান্দার !!
আসামের জাতীয় নাগরিক পঞ্জীতে ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়ার পর এখন পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে এনআরসি নিয়ে আতঙ্ক। ভিড় জমেছে স্টেট আর্কাইভসে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রাক্তন আইএএস অফিসার এবং মানবাধিকার কর্মী হর্ষ মান্দার বলেছেন, সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলে তিনি নিজেকে সরকারিভাবে মুসলিম বলে ঘোষণা করবেন। এখই সঙ্গে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি)-র জন্য প্রয়োজনীয় নথিপত্রও তখন তিনি দেবেন না।
তিনি এক টুইটে বলেন, “শেষ পর্যন্ত আমি দাবি করব, নথিহীন মুসলমানদের যে শাস্তি দেওয়া হচ্ছে, আমাকেও তাই দেওয়া হোক। আমি নাগরিকত্ব প্রত্যাহার করব। এই অসহযোগ আন্দোলনে যোগ দিন।”
এদিকে, এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় আবারও গর্জে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছেন, ”কোনও এনআরসি হবে না। কোনও বিভাজন হবে না। কাউকে দেশ থেকে তাড়ানো চলবে না। এনআরসি আর ক্যাব মুদ্রার এপিঠ-ওপিঠ”।