গুগল সার্চে সবার উপরে সাকিব !!
২০১৯ প্রায় শেষের পথে। বছরের শেষে গুগল অনুসন্ধানে শীর্ষে থাকা ব্যক্তি, বিষয়সহ বিভিন্ন ক্যাটাগরির তালিকা প্রকাশ করা হয়। ব্যক্তি ক্যাটাগরিতে বাংলাদেশে সবার উপরে আছেন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি অনুসন্ধান করা হয়েছে সাকিবকে। গুগল অনুসন্ধানে সাকিবকেই সবচেয়ে বেশি খোঁজা হয়েছে। বাংলাদেশ থেকে ব্যক্তি তালিকায় অনুসন্ধানে শীর্ষে আছেন সাকিব।
এছাড়াও বাংলাদেশ থেকে ব্যক্তি তালিকায় অনুসন্ধানের সেরা দশে আছেন আরো চার ক্রিকেটার। তারা হলেন- মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম। তারা যথাক্রমে দুই, তিন, ছয় ও সাতে আছেন।