এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থার অবনতি !!
সময়ের সাথে সাথে যে কয়জন বাংলাদেশি সঙ্গীত শিল্পী ভক্তদের হৃদয়ের মণিকোঠায় যায়গা করে নিয়েছেন তার মধ্যে এন্ড্রু কিশোরের অন্যতম। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনকারী এন্ড্রু কিশোর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি আছেন।
বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এরইমধ্যে এন্ড্রু কিশোরের চিকিৎসায় ১ কোটিরও বেশি টাকা খরচ করেছে তার পরিবার। এর মধ্যে চিকিৎসার খরচ জোগাতে নিজের রাজশাহী শহরের ফ্ল্যাটটিও বিক্রি করে দিয়েছেন এন্ড্রু কিশোর।
প্রসঙ্গত, এন্ড্রু কিশোর ১৯৫৫ সালের (৪ নভেম্বর) জন্মগ্রগন করেন। তিনি বাংলাদেশর বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। যেজন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’নামে পরিচিত। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙের ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, প্রভৃতি।