কাদের মোল্লাকে ‘শহীদ’ বলায় তীব্র প্রতিবাদ করলেন জিএম কাদের !!
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়েছে ১২ ডিসেম্বর ২০১৩ সালে । মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে খবর প্রকাশ করে দৈনিক সংগ্রাম।
কাদের মোল্লাকে ‘শহীদ’ সম্বোধন করায় তীব্র প্রতিবাদ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘শহীদের একটা সংজ্ঞা আছে। কাদের মোল্লার মৃত্যু এই সংজ্ঞার মধ্যে পড়ে বলে মনে করি না। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে দণ্ডিত আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যা দিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকাটি ঠিক করেনি। কাদের মোল্লাকে শহীদ বলাটা সমর্থনযোগ্য নয়। আমরা এর প্রতিবাদ করছি’ ।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দৈনিক সংগ্রামের ডিক্লারেশন বাতিলের বিষয়টি একান্তই সরকারের ব্যাপার।