শেষ পর্যন্ত আইপিএলে অবিক্রিতই থেকে যাবেন মুশফিক !!
এবারের আইপিএলকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফট প্রকাশ করেছে আইপিএল অথোরিটি। এই আসরে নাম না দিলেও শেষ পর্যন্ত ফ্রেঞ্চাইজিদের অনুরোধে নাম দেওয়া হয় মুশফিকের।
দেশীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ধরা হয়েছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। দুইবার আইপিএল খেলার অভিজ্ঞতাসম্পন্ন মোস্তাফিজের ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি।
এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক ৭৫ লাখ, মিডলঅর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ৭৫ লাখ, পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ৫০ লাখ ও লেগ স্পিনিং অলরাউন্ডার সাব্বিরের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ৫০ লাখ রুপি। তবে দেশীয় ক্রিকেটারদের মাঝে যতো আগ্রহের কথাই বলা হোক না কেন, দিনশেষে আইপিএলের নিলামে অবিক্রিত থেকে যান মুশফিকসহ বাকি ক্রিকেটাররা।