রাজাকারের তালিকা নিয়ে যা বললেন আসিফ নজরুল !!
রাজাকারের তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।তিনি লেখেছেন- মুক্তিযোদ্ধার তালিকা করার সময় বোঝা গিয়েছিল কি দূর্নীতি আর অনাচার করা হয় তালিকা নিয়ে।
এ সরকারের আমলে রাজাকার তালিকা নিয়ে এরকম হওয়াটা তাই স্বাভাবিক। রাজনৈতিক হয়রানী, প্রতিশোধ, সম্পদ দখলের মতো বিষয় থাকার সম্ভাবনা আছে বলে এখানে কারচুপি হবে আরো বেশী।
আর তড়িঘড়ি করে তালিকা প্রকাশের সময়টা লক্ষ্য করেন। যখন ভারতের সম্ভাব্য পুশ-ইনের বিরুদ্ধে আমাদের সব মনোযোগ নিবদ্ধ থাকা উচিত ঠিক তখনি চরম বিতর্ক সৃষ্টি হতে পারে এমন তালিকা প্রকাশ কেন?