ঢাকার দৃশ্য দেখা যাচ্ছে চট্টগ্রাম স্টেডিয়ামেও !!
বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এ আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়েলস’র মধ্যকার ম্যাচ শুরু হয়েছে। কিন্তু ঢাকার মত চট্টগ্রামেও দর্শক যেন পূর্ণতা পায়নি । দেড়টায় খেলাশুরু হলেও দর্শকের তেমন আনাগোনা নেই গ্যালারিতে।
তবে সাধারণ দর্শকরা বলছেন, টিকিটের মূল্য বেশি থাকায় দর্শক আসছেন না মাঠে। তা ছাড়া চট্টগ্রামে বিপিএল শুরু হলেও নগরজুড়ে কোনো প্রচার প্রচারণা নেই। সাধারণ মানুষ জানেন না কবে থেকে চট্টগ্রামে বিপিএল শুরু হচ্ছে।
আবার অনেক দর্শকরা বলছেন, যেহেতু দিনের দ্বিতীয় ম্যাচটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তাই হয়তো চট্টগ্রামের খেলা দেখতে দর্শক সংখ্যা বাড়তে পারে।
উল্লেখ্য, আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালসের সংগ্রহ ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান । এদিকে খুলনা টাইগার্স ১৯০ রানের লক্ষ্যে মাঠে আছে ।