মুক্তিযুদ্ধ মঞ্চের হা’মলায় হাসপাতালে ভিপি নুরসহ ৯ জন !!
চলমাণ এনআরসি আইন বাতিলে ক্ষোভে ফুঁসছে ভারতের বেশ কিছু রাজ্য । সেই সাথে তাদের সাথে একাত্বতা প্রকাশ করেছে দেশটির অনেক নামিদামী ব্যাক্তিরাও।
এদিকে আজ মঙ্গলবার ভারতের বিতর্কিত ও সাম্প্রদায়িক বিভেদের নাগরিকত্ব বিল এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রাজু ভাস্কর্য চত্বরে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের ডাক দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। এদিকে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ চলাকালে ভিপি নুরুল হক নুর সহ সহকর্মীদের ওপর হা’মলা চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
হা’মলায় নুর ও তার সহযোগীসহ ৯ জন আহত হয়েছেন। ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে মঙ্গলবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে এক সংহতি সমাবেশ করে নুর ও তার সহযোগীরা। এ সংহতি সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা তাদের ওপর হা’মলা চালিয়েছে অভিযোগ উঠেছে।
মূলত বিক্ষোভ মিছিল পণ্ড করতেই এই হা’মলা চালানো হয় বলে জানা যায়। ভারতের সংশোধনী আইন এনআরসির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে চলা এক সমাবেশে তার ওপর এ হা’মলা চালানো হয়।
সূত্রঃ বিডি২৪ রিপোর্ট