শেষ কবে গোসল করেছেন তা ভুলে গেছেন এই গায়িকা !!
শীতকালে গোসল নিয়ে কত কাণ্ড ঘটে যায়। অনেকেই ঠান্ডা পানির ভয়ে দিনের পর দিন গোসল না করে থাকেন। এ নিয়ে হাসি ঠাট্টাও কম হয় না। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কন্ঠশিল্পী লেডি গাগা টুইটারে স্বীকার করেছেন যে শেষ কবে তিনি গোসল করেছেন তা ভুলে গেছেন।
নিজের সহকারীর সাথে এক কথোপকথনে এ কথা বলেন তিনি। এক টুইটে লেখা ছিলো, ‘সহকারী: শেষ কবে গোসল করেছেন?, গাগা: মনে করতে পারছি না।’ এছাড়া হ্যাশট্যাগে এলজি৬ লিখেছেন তিনি।
মূলত ছয় নম্বর অ্যালবামের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত এই শিল্পী। এজন্যই নাওয়া-খাওয়া ভুলে গেছেন। পাশাপাশি অ্যালবাম নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করতেও টুইট করছেন।