সর্বকালের সেরা পাঁচে জায়গা পেলেন মুশফিক !!
গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেই তৃতীয় বাংলাদেশি হিসেবে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০০ রান স্পর্শ করেন তিনি।
এরই ফলে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা উইকেটকিপারদের তালিকায় পঞ্চমস্থানে আছেন মুশফিক। উইকেটের পিছনে থেকে ২২০টি ডিসমিসালও করেছেন মুশফিক।
ওয়ানডেতে উইকেটকিপারদের সর্বোচ্চ রান:
১) কুমার সাঙ্গাকারাঃ ৩৬০ ম্যাচে ৪৩.৭৪ গড়ে ১৩৩৪১ রান,সর্বোচ্চ ১৬৯।২)মহেন্দ্র সিং ধোনিঃ ৩৫০ ম্যাচে ৫০.৫৭ গড়ে ১০৭৭৩ রান, সর্বোচ্চ অপরাজিত ১৮৩।৩)অ্যাডাম গিলক্রিস্টঃ ২৮২ ম্যাচে ৩৫.৬৪ গড়ে ৯৪১০ রান, সর্বোচ্চ ১৭২।
৪)অ্যান্ডি ফ্লাওয়ারঃ ১৮৬ ম্যাচে ৩৪.৫৮ গড়ে ৫৮৪৫ রান,সর্বোচ্চ ১৪৫।৫)মুশফিকুর রহিমঃ ২০২ ম্যাচে ৩৫.৪৬ গড়ে ৫৫৬৮ রান, সর্বোচ্চ ১৪৪।
উল্লেখ্য, শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে ১৩ ম্যাচ খেলে ৫২২ রান করেছেন মুশফিক।