হিরো আলমকে ছুঁড়ে ফেলে চিকন আলীর কাছে নুসরাত !!
মডেল অভিনেত্রী নুসরাত জাহান, হিরো আলম খ্যাত আশরাফুল হোসেনের দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি তাকে মারধরের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডিও হয়েছিল। ফেসবুকসহ অনলাইন গণমাধ্যমে খবরটি ভাইরালও হয়। এবার হিরো আলমকে ছুঁড়ে ফেলে কমিডিয়ান চিকন আলী খ্যাত শামীম খানের মডেল হলেন নুসরাত।
নেট দুনিয়ায় বেশ পরিচিত ইউটিউব চ্যানেল সিএ কমেডি টিভিতে স্বল্পদৈর্ঘ্য শর্টফিল্মে নিয়মিত দেখা যায় চিকন আলীকে।তিনি জানান, চিকন আলী ম্যাডামের বডিগার্ড শীর্ষক একটি কমিডিয়ান শর্টফিল্ম করছেন। এখানে চিকন আলীর বডিগার্ডে মডেল হিসেবে নুসরাত কাজ করছেন বলে জানান চিকন আলী।
কমিডিয়ান চিকন আলী খ্যাত শামীম খান জানান, নুসরাত কার বউ, সেটা ভাবছি না। সে ভালো কাজ করছে। মজার সব নতুন কন্টেন্ট নিয়ে হাজির হচ্ছি আমরা। নতুন কিছু দিচ্ছি নেটিজানদের মাইন্ড ফ্রেশ করতে। কমব্যস্ততার নিয়ে ভাল আছি।এদিকে হিরো আলমকে ছেড়ে চিকন আলীর মডেল হওয়ায় নুসরাতের প্রশংসা করেছেন তার ভক্তরা।