ভারতে কোনো বন্দিশিবির নেই, কোনো মুসলিমকেও আটক করা হচ্ছে না: মোদি !!
ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জিকা নিয়ে দেশটির বিরোধী দল কংগ্রেস মিথ্যাচার করছে বলে অভিযোগ এনে রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ভারতে কোনো বন্দিশিবির নেই এবং কোনো মুসলিমকে আটক করা হচ্ছে না।’
আগামী বছর নয়াদিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে রোববার নয়াদিল্লির রামলীলা ময়দানে বিজেপির প্রচারণা শুরু করেন নরেন্দ্র মোদি।
তিনি বলেন, কংগ্রেস এবং তাদের মিত্ররা- কিছু কিছু শহুরে নকশালপন্থী গুজব ছড়াচ্ছে যে, সব মুসলিমকে বন্দিশিবিরে পাঠানো হবে। কমপক্ষে আপনাদের শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন করুন…অন্তত এবার নাগরিকত্ব সংশোধনী আইনটি পড়ুন। এটা মিথ্যাচার এবং তারা জাতিকে বিভক্ত করছে।
‘যারা এই দেশের মাটির মুসলিম, তাদের সঙ্গে নাগরিকত্ব আইন এবং এনআরসির কোনো সম্পর্ক নেই। দেশের কোনো মুসলমানকে বন্দিশিবিরে পাঠানো হচ্ছে না। এমনকি এই দেশে কোনো বন্দিশিবির নেই। এটা ডাহা মিথ্যাচার।’
দেশের তরুণদের নাগরিকত্ব আইন পুরোপুরি পড়তে এবং গুজবের কাছে আত্মসমর্পণ না করার আহ্বান জানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, এটা অবাক করার মতো বিষয় যে, এ ধরনের গুজবও ছড়ানো হচ্ছে।