নুরের উপর হা’মলায় ছাত্রলীগের কোন হাত নেইঃ সাদ্দাম !!
গত রবিবার দুপুর পৌনে ১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হা’মলা চালানো হয়। আহতদের দাবী এ চালায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডাকসু এজিএস সাদ্দাম হোসেন দাবি করেছেন ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হা’মলার ঘটনায় ছাত্রলীগের কোন হাত নেই।
এজিএস সাদ্দাম হোসেন বলেন, হা’মলার ঘটনায় ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস কিংবা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের কেউ জড়িত নয়। এটা ছিল ভিপি নুর ও মুক্তিযুদ্ধ মঞ্চের মধ্যকার সংঘ’র্ষ। এতে ছাত্রলীগের কেউই জড়িত নয়। মিডিয়ায় বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে।