শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লাকে হারাল ঢাকা !!
চলতি বঙ্গবন্ধু বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ১৭তম ম্যাচে আজ মাঠে নামে কুমিল্লা ওয়ারিয়র্স ও ঢাকা প্লাটুন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬০ রান করে কুমিল্লা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ঢাকা। রানের খাতা না খুলেই রবিউলের বলে সৌম্যকে ক্যাচ দিয়ে ফিরেন এনামুল। তবে এরপর ব্যাট হাতে তাণ্ডব চালান মেহেদি। ২২ বলে ২ চার ও ৬ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
তবে এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। ৫৯ রান করে অঙ্কনের হাতে ক্যাচ দিয়ে আল-আমিনের প্রথম শিকার হন মেহেদি। ঢাকা শিবিরের জোড়া আঘাত হানেন মুজিব। রানের খাতা না খুলেই মুজিবের বলে বোল্ড হয়ে ফিরেন আসিফ আলি।
অন্যদিকে রানের খাতা না খুলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন জাকির আলি। এরপর ৩৪ রান করে সৌম্যর বলে মালানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তামিম। শেষ ওভারে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ৮ রান। ১ বল হাতে রেখে জয় তুলে নেয় ঢাকা।৫ উইকেটে জয় পায় ঢাকা। আফ্রিদি ২৬ ও মুমিনুল ২৮ রানে অপরাজিত ছিলেন।