সাকিব-তামিমকে একাদশে না রাখার কারণ জানালো ফক্স স্পোর্টস !!
ফক্স স্পোর্টসের দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা পেলেও টেস্ট একাদশে জায়গা পান নি বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এমনকি দেশসেরা ওপেনার তামিম ইকবালও টেস্ট একাদশে জায়গা পাননি।
তবে টেস্ট একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। মুশফিককে এই একাদশে রাখার কারণ ব্যাখ্যা করেছে ফক্স স্পোর্টসের বিশ্লেষকরা। সেই সঙ্গে সাকিব-তামিমের জায়গা না পাওয়ার কারণও জানিয়েছেন তারা।
মুশফিকের জায়গা পাওয়া নিয়ে তারা বলেন, ‘সম্ভবত এই একাদশের সবচেয়ে বিতর্কিত মনোনয়ন এটি। দশকের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে মুশফিকের নাম অনেকের আলোচনায়ই হয়ত আসবে না। তবে তাকে বাছাই করা একইসাথে প্রতীকী বিষয় এবং অর্জন করে নেওয়া যোগ্যতা।’
তারা আরো বলেন, ‘মুশফিককে এই দলে রাখার বিষয়ে আরেকটি বিতর্ক রয়েছে। মুশফিক দশকের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১০০০ রানের উপরে রান করেছেন এমন উইকেটরক্ষকদের মধ্যে এবি ডি ভিলিয়ার্স, দীনেশ চান্দিমাল ও বিজে ওয়াটলিংয়ের গড় মুশফিকের চেয়ে বেশি। ডি ভিলিয়ার্স ও চান্দিমালের কেউই পুরো দশকজুড়ে খেলেননি। ওয়াটলিংকে বেছে নেওয়া যেত, কিন্তু শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মুশফিকই জয়ী হয়েছে।’
অন্যদিকে সাকিব-তামিমকে না রাখার কারণ হিসেবে তারা বলেন, ‘টেস্টের পারফরম্যান্স বিবেচনায় সাকিব হয়ত থাকতেও পারতেন, তবে তার চলমান নিষেধাজ্ঞা এক্ষেত্রে একটু পিছিয়েই দিয়েছে। সার্বিক দিক বিবেচনায় তাই তাকে দশক সেরা টেস্ট দলে রাখা হয়নি। অ্যালিস্টার কুক ও ডেভিড ওয়ার্নারকে পেছনে ফেলে তামিম এই দলে থাকতে পারেনি। আর এই দল বাছাইয়ের সময় সাকিব ছিল নিষেধাজ্ঞায়।’