‘কাঁটা তারের বেড়া’র যাকে চান শাবনূর !!
শাবনূরের নতুন একটি চলচ্চিত্র ‘কাঁটা তারের বেড়া’র মাধ্যমে চমক নিয়ে আসছে জাজ মাল্টিমিডিয়া। অফিসিয়াল পেজে সেটা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তবে এ সিনেমায় শাবনুরের বিপরীতে কে কাজ করবেন তা পরিষ্কার করেনি তারা। কিন্তু নতুন তথ্য দিলেন শাবনূর। এ সিনেমায় তার বিপরীতে নায়ক হিসেবে পছন্দের নায়কের কথা জানান তিনি।
নতুন সিনেমার বিষয়ে শাবনূর বলেন, আমার চোখে ইন্ডাস্ট্রির সেরা তিন নায়ক শাকিব খান, ফেরদৌস ও রিয়াজ। এই তিনজনের যে কোনো একজনের বিপরীতে অভিনয় করতে আপত্তি নেই আমার। বর্তমান প্রজন্মের নায়কের কথাও জানালেন শাবনূর। তিনি জানান, এ প্রজন্মের মধ্যে আরিফিন শুভ, সিয়াম, রোশানকেও ভালো লাগে। এ দেশের দর্শক এখনো আমাকে ভালোবাসেন। তারা নায়িকা চরিত্রেই শাবনূরকে চান। তাই ফেরার প্রস্তুতি নিচ্ছি।