মেয়েকে স্বাধীনভাবে মতপ্রকাশ করতে দেন: সৌরভকে সাবেক প্রেমিকা !!
ভারতের নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্যে। এই আইনের প্রতিবাদে সাধারণ জনগণের সঙ্গে রাজপথে নেমে এসেছেন অনেক তারকাই।
সম্প্রতি এই ইস্যুতে মন্তব্য করে আলোচনায় এসেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেট তারকা ও ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানা গাঙ্গুলী (১৮)।
এবার সে তালিকায় নিজের নাম লেখালেন সৌরভের ‘সাবেক প্রেমিকা’ অভিনেত্রী নাগমা।তবে সানার পোস্ট ও কন্যা সম্পর্কে সৌরভের মত নিয়ে অভিনেত্রী নাগমা টুইট করেছেন। এক টুইটার বার্তায় সানা গাঙ্গুলীকে অভিনন্দন জানিয়ে নাগমা বলেছেন, সৌরভ গাঙ্গুলী যেন তার মেয়েকে স্বাধীনভাবে মতপ্রকাশ করতে দেন।
হিন্দি, তেলেগু, তামিল, ভোজপুরি, মালয়ালাম, কন্নড়, পাঞ্জাবি, মারাঠিসহ বাংলা চলচ্চিত্রেও কাজ করেছেন নাগমা। এখন অবশ্য রাজনীতি নিয়ে ব্যস্ত। তিনি কংগ্রেসের সদস্য।