মমতাকে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা রাহুল !!
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। গতকাল মঙ্গলবার নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থনে শিলিগুড়িতে অভিনন্দন যাত্রায় তিনি এ হুঁশিয়ারি দেন।
রাহুল সিনহা বলেন, ‘মুখ্যমন্ত্রী সিএএ মানেন না। আমরা ওনাকে মানি না। উনি যেভাবে বাংলাদেশিদের জন্য সোচ্চার হচ্ছেন, তাতে ওনাকেই দেশ ছাড়তে হবে।’
ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থনে শিলিগুড়িতে অভিনন্দন যাত্রায় আশাব্যঞ্জক জমায়েত হয়েছিল।
এদিন উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুসহ একাধিক সাংসদ।
মিছিল শেষে দেবেন্দ্র ফড়নবীশ যুক্তি দেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইন সকলের জন্য ভালো হবে। কারও কোনো ক্ষতি হবে না। সকলকে এখানে ভুল বোঝানো হচ্ছে। সকলকে ভয় দেখানো হচ্ছে। কারও ভয়ের কোনো কারণ নেই।’
এর আগে, সোমবার কলকাতায় মিছিল করে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডাও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দেশের বিরুদ্ধেই কথা বলেছেন। সিএএ-এর ক্ষেত্রেও তৃণমূল ও অন্যান্য বিরোধী দল মানুষকে ভুল বোঝাচ্ছেন। তারা শুধু ভোটব্যাংকের কথাই ভাবছেন।’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে কোনোভাবেই সিএএ কার্যকর করতে দেবেন না বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তার দাবি, বিজেপি ধর্ম নিয়ে খেলা করছে, ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি করছে।