গুগল সার্চের শীর্ষ তালিকায় জামালপুরের ডিসি !!
এবার ২০১৯ সালে গুগল ট্রেন্ডের শীর্ষ তালিকায় রয়েছে আলোচিত জামালপুরের ডিসি। সার্চের উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করেছে গুগল।
এই তালিকায় বিষয়ভিত্তিক সার্চের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ বনাম ভারতের খেলা। ব্যক্তি বিভাগে সাকিব আল হাসান এবং সংবাদে শিক্ষা বোর্ডের ফলাফল।
সংবাদ বিভাগের বেশি খোঁজা অন্যান্য বিষয়গুলো হচ্ছে সাইক্লোন ফণী, সাইক্লোন বুলবুল, ডেঙ্গু জ্বরের লক্ষণ, জামালপুরের ডিসি, বাবরি মসজিদ, ডাকসু, কাশ্মীর, আমাজন রেইন ফরেস্ট, নেইমার ট্রান্সফার।
ব্যক্তি বিভাগে সাকিব আল হাসান ছাড়াও মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন নাম রয়েছে।বিশ্বে এ বছর ব্যবহারকারীরা গুগলে রাগবি ওয়ার্ল্ড কাপ, হোয়াট ইজ এরিয়া ৫১, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, গেম অব থ্রোনসের মতো বিষয়গুলো সবচেয়ে বেশি সার্চ করেছেন।
সূত্রঃ বিডি২৪রিপোর্ট