মুজিববর্ষের এশিয়া-বিশ্ব একাদশের ম্যাচ ভারতে চায় বিসিসিআই !!
আগামী বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশি ক্রিকেটারদের নিয়েই তৈরি হবে এশিয়া একাদশ। এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনে শামিল হতে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের একটি ম্যাচ আয়োজন করতে চায় ভারত।
বাংলাদেশে ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং তৃতীয় ম্যাচটি ভারতে আয়োজন করতে চাচ্ছে বিসিসিআই। এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মতেরা স্টেডিয়ামের (সর্দার পেটেল স্টেডিয়াম) কথা তারা প্রস্তাব করেছে, এটা সত্যি। তবে প্রস্তাবটাও অফিসিয়াল (আনুষ্ঠানিক) না।’
তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত এটা প্রাথমিক পর্যায়ে আছে। স্টেডিয়ামটি যদি ঐ সময় পুরোপুরি প্রস্তুত থাকে তাহলে ওরা (বিসিসিআই) বঙ্গবন্ধুর নামেই জন্মশতবার্ষিকীর ম্যাচ ভারতে খেলাতে ইচ্ছুক।’