মেসিকে নিয়ে একি বললেন আর্জেন্টিনার কোচ !!
বর্তমানে আর্জেন্টিনা দলের অন্যতম সেরা খেলোয়ার লিওনেল মেসি। তাঁকে নিয়ে কোচের আলাদা চাওয়া পাওয়া থাকবে এটাই স্বাভাবিক। তবে আর্জেন্টিনার কোচ ফুটবলকে টিম গেম হিসেবে উল্লেখ করেছেন।
এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, “তাদের দুজনকে (মেসি ও অ্যাগুয়েরু) সব সময় হিসেবে ধরা হয়। বলা হয় তারা ম্যাচ জিতিয়ে দিবে। ফুটবল হল দলীয় খেলা। এটা সব সময় দলীয় খেলা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
“বর্তমানে কোন এক জন খেলোয়াড় ম্যাচ জেতাতে পারে না। কোন সুযোগ নেই। এমনকি লিওনেল মেসিও পারবে না একক ভাবে কোন একটি ম্যাচ জেতাতে। যদি এটা সম্ভব হত তাহলে সে করত। আমরা এটা ভেবে মাঠে নামতে পারিনা যে মেসি আমাদের ম্যাচ জিতিয়ে দিবে।”