হিন্দু রাষ্ট্র করতে মুসলিমদের মুছে ফেলতে চাইছে মোদি সরকার: ইমরান খান !!
এক টুইটবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস গণ’হ’ত্যা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তার মতে, হিন্দু রাষ্ট্র করতে বিজেপি সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে।
সেসময় আরএসএসকে নিয়ে ইমরান খান বলেন, ‘আরএসএস মুসলিম গণ’হ’ত্যা শুরু করার আগে বিশ্বের অন্যান্য দেশগুলির সতর্ক হওয়া উচিৎ।’ আরএসএসকে হিটলারের সঙ্গেও তুলনা করেন তিনি।
নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়ে যাওয়ার পর থেকেই একাধিকবার মুখ খুলেছেন ইমরান খান। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘিত হবে বলে আগেই মন্তব্য করেন তিনি। এছাড়াও এই বিল আন্তর্জাতিক স্তরে মানবতাবিরোধী বলেও উল্লেখ করেছেন তিনি।
টুইট করে তিনি লেখেন, ‘এই বিলের ফলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘিত হয়েছে। আন্তর্জাতিক স্তরে মানবাধিকার বিরোধী এই বিল। সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হবে এই বিল পাস হওয়ার ফলে।’