ফের আজহারীর ওয়াজ মাহফিল বন্ধ করে দিল পুলিশ, উত্তেজিত জনতা !!
বর্তমান সময়ের অত্যান্ত জনপ্রিয় একজন মানুষ মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। তার প্রতিটি মাহফিলে মানুষের ঢল নামে। তারই ধারাবাহিকায় বৃহস্পতিবার রাতে কক্সবাজারের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বৃহত্তর খরুলিয়ার দরগাহ পাড়া ষ্টেশন সংলগ্ন মাঠে ওয়াজ করার সময় মানুষের ঢল নেমেছিল। কিন্তু আজহারী বক্তব্য শুরু করার সাথে সাথে ১ পুলিশ সদস্য এসে তাঁকে থামিয়ে দেন।
এসময় উত্তেজিত হয়ে পড়ে উপস্থিত জনতা। এসময় আজহারী নিজেই জনতাকে থামতে বলে বলেন, বসেন ভালো কথা বলতেছে। একটি ভিডিওতে দেখা যায়, ঐ পুলিশ সদস্য আজহারীকে বলছিলেন, পুরো কক্সবাজার শহর জ্যাম হয়ে গেছে।জানা যায়, মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছিল। কিন্তু ভালোভাবে ওয়াজ না শুনতে পেরে তাঁরা হতাশ।
এদিকে, কক্সবাজারের মাহফিল বন্ধ হলেও ২৫ ডিসেম্বর মাদারীপুরের কালকিনি উপজেলায় তীব্র শীত উপেক্ষা ও পাঁচ শতাধিক পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে জনপ্রিয় ও আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ ও মাহফিল।