পুলিশ সুপার নিজেই শীতবস্ত্র হাতে গেলেন দুস্থদের কাছে !!
শীতের দাপটে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে নিম্ন আয়ের মানুষ। তাদের কথা ভেবে শীতের পোশাক নিয়ে হাজির হয়েছেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে জেলা পুলিশের উদ্যোগে রাজাপুর উপজেলার বাগড়ি বাজার এলাকায় প্রায় অর্ধশত অসহায়, দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান ও সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন এবং রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন সহ থানা পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, আমাদের সামান্য সহযোগিতায় একজন শীতার্ত মানুষ পেতে পারে উত্তাপের ছোঁয়া। লাঘব হতে পারে অনেকের কষ্ট। তাই অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের মানবতার সেবায় এগিয়ে আসতে হবে।