পাকিস্তানের সাথে বেইমানি করো না বাংলাদেশ- শোয়েব !!
এবারের বিপিএলের মাঝেই উঠে আসে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। এই নিয়ে মুখ খুলেছেন শোয়েব নিজেই। শোয়েবের মতে পাকিস্তান সফর না করলে বাংলাদেশ পাকিস্তানের সাথে বেইমানি করবে।
এই ব্যাপারে তিনি বলেন ,’ `আমার মতে আজহার আলী এবং পাকিস্তান বোর্ড অনেক ভালো কথা বলেছে। বাংলাদেশ মনে আছে আমরা তোমাদের কিভাবে সাহায্য করেছিলাম? এতোটাও বেইমানি করা উচিৎ না।’
শোয়েব আরো বলেন ,’`কারণ আমরা বাংলাদেশকে নিজেদের হাতে টেস্টে ঢুকিয়েছি, খেলিয়েছি, এতোদূর আসতে সাহায্য করেছি। বাংলাদেশ তো আমাদের অনেক ভালোবাসে। সহজ ভাষায় বলছি কারও প্ররোচনায় আসার দরকার নেই। আপনারা আসুন, টেস্ট খেলুন। আপনাদের অনেক ভালোবাসা হবে, ইজ্জত দেয়া হবে। আমাদের আপনাকে দরকার। এগিয়ে আসুন।’