বাদ পড়লেন খোকন, ঢাকা দক্ষিণে নৌকার প্রার্থী তাপস !!
আসন্ন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে সরকারি দল আওয়ামী লীগ। ঘোষণা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নৌকা প্রতিকে লড়বেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস। উত্তর সিটি করপোরেশনে লড়বেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।
আজ ২৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় গণভবনে প্রার্থী মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।আগামীকাল রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে মোট ১২ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আট জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছিলেন।
এদিকে আগামী ৩০ জানুয়ারি ভোটের দিন রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ইসি জানিয়েছে, ঢাকার দুই সিটিতেই সবকেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ হবে।