ব্রেকিং: পদত্যাগ করলেন ফজলে নূর তাপস !!
আজ (২৯ ডিসেম্বর) রবিবার সকাল ১১টার দিকে সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করা হয়।
এরপরই তিনি সংসদ সদস্য হিসেবে পদত্যাগ করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। আজ দুপুরে তিনি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া সমন্বয়ক তারেক শিকদার বলেন, কিছুক্ষণ আগে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।