দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ, যুবক রিমান্ডে !!
বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত ও কড়া নিরাপত্তা সম্বলিত একটি জায়গা প্রধানমন্ত্রীর কার্যালয়। এই কঠোর নিরাপত্তার মধ্যে এক যুবক দেয়াল টপকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ফেলে। সাথে সাথেই তাকে নিরাপত্তারক্ষীরা আটক করে। পরবর্তীতে বিশেষ ক্ষমতা আইনে এই যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে তেজগাঁ থানা পুলিশ। তদন্তকারী কর্মকর্তা পাঁচদিনের রিমান্ড চাইলেও আদালত ঐ যুবককে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন।
বিনা অনুমতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই তরুণের প্রবেশের রহস্য জানতে তাকে রিমান্ডে নেয়া হয়েছে বলে শনিবার (২৮ ডিসেম্বর) জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ফারুক খান। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর দেয়াল টপকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মতো সংরক্ষিত এলাকায় প্রবেশ করলে শেখ রাসেলকে আটক করে নিরাপত্তা রক্ষীরা। এরপর তাকে পুলিশে দিলে বিনা অনুমতিতে সংরক্ষিত এলাকায় প্রবেশের দায়ে ওই তরুণের বিরুদ্ধে মামলা করেন তেজগাঁও থানার পুলিশ।
সূত্রঃ বিডি২৪লাইভ