হজ্ব করে অভিনয়কে বিদায়, যা বললেন পূর্ণিমা !!
অনেক অনেক তরূনের হৃদয়ের রানী ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। দীর্ঘদিন ধরে তিনি কেড়ে নিচ্ছেন তরুণদের রাতের ঘুম। অভিনয়ের পাশাপাশি ধর্ম নিয়েও এখন মনোযোগি হয়েছেন পূর্ণিমা। রবিবার (২৯ ডিসেম্বর) তিনি জানালেন যে তিনি ওমরাহ হজ্ব করতে যাচ্ছেন সৌদি আরবে। সোমবার (৩০ ডিসেম্বর) পূর্ণিমা সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
পূর্ণিমা বলেন, ‘অনেক আগে থেকেই ইচ্ছা ছিলো পবিত্রভূমি মক্কা-মদিনায় যাবো, ওমরাহ হজ পালন করবো। অবশেষে আল্লাহ রহমত করলেন, ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। আগামীকাল সোমবার ঢাকা ছাড়বো। ৯ দিনের জন্য হবে এই সফর। সবার কাছে দোয়া চাই আমি।’
এদিকে হজ থেকে ফিরে আর অভিনয় করবেন না পূর্ণিমা, এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে। এ প্রসঙ্গ উঠতে হেসে উড়িয়ে দিলেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এটা মিথ্যা খবর। বছরের শেষ জোকসও বলা যায়। অভিনয় আমার পেশা। ধর্ম পালন করাটা আমার দায়িত্ব।’