তাহলে কি তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী মুশফিকুর রহিম !!
মিডল অর্ডারে বড় শট খেলেন। আকবর আলী আসায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের চেহারাটাই অনেক পাল্টে গিয়েছে। আকবর নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব দল খেলবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে। যেমন ব্যাটিং সফল হচ্ছে,তেমনই অধিনায়কত্ব দিয়ে দলকে জেতাচ্ছে।তেমনই দুর্ধর্ষ কিপিং তার উপর অসাধারণ মানসিকতা।
আকবর আলীর অধিনায়কত্বে ধরা দিয়েছে একের পর এক মনে রাখার মতো সাফল্য। অধিনায়ক হিসাবে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। একজন অধিনায়কের যে গুণ থাকা দরকার তাঁর আলীর মাঝে রয়েছে।তবে কি তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী মুশফিকুর রহিম, সেটা সময়েই যে বলে দিবে।