উত্তাল ভারতে হিজাব পরে গান গাইলেন হিন্দু অভিনেত্রী (ভিডিও)
বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল ভারত। আইনের প্রতিবাদে বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ ও সহিংসতা। সেইসাথে নিয়মিত ঘটছে হতাহতের ঘটনা। আর এমন পরিস্থিতিতে হিজাব পরে জাতীয় সংগীত গাইলেন ভারতীয় অভিনেত্রী এনা সাহা। জানা গেছে, উত্তাল এই সময়ে সম্প্রীতির বার্তা দিতেই এমন অভিনব উপায় বেছেন নিয়েছেন তিনি। শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন এনা।
হিজাব পরা এনা নন, বিভিন্ন ধর্মের প্রচলিত পোশাক পরেছেন অন্যরা। বিভিন্ন ধর্মাবলম্বীদের অনেকের গায়ে নামাবলী, কারো মাথায় টুপি, আবার কারো গলায় ক্রুশ। তারা প্রত্যেকে ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন’ গেয়েছেন।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের সুন্দর দেশের নাগরিকদের চালিত করেছে সবসময়। দেশের সব ধর্মকে এক সূত্রে বাঁধার পথ হলো ঐক্য। আর বৈচিত্র্য হলো বিভিন্ন ধরনের মানুষের ধারণাগুলো এক জায়গায় আসা। আজ আমরা দেশের সব ধরনের সংস্কৃতিকে সম্মান জানাই।’ এদিকে এনার এই ভিডিওর প্রশংসা করেছেন সবাই। এরইমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।