ইতিহাস গড়ে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হলেন মোস্তাফিজ !!
বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। বিপিএলে শুরু থেকেই প্রায় সর্বোচ্চ উইকেট শিকারী জায়গাটা দখল করে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পেসার মেহেদী হাসান রানা। এবার তার সিংহাসনে ভাগ বসালেন মোস্তাফিজ।
আজ সিলেট থান্ডারের বিপক্ষে রংপুরেএ জয়ের ম্যাচে ২ উইকেট নেন মোস্তাফিজ। আর এতেই রানাকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেটের মালিক হন কাটার মাস্টার। ৯ ম্যাচে মোস্তাফিজের উইকেট সংখ্যা এখন ১৫ আর রানার ১৪।
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।