গ্রেফতার হলেন মোশাররফ করিম !!
নতুন বছরের শুরু হতে না হতেই গ্রেফতার হলেন মোশাররফ করিম। তাও আবার মহিলা পুলিশের হাতে! হ্যাঁ , সত্যিই গ্রেফতার হলেন মোশাররফ করিম, তবে বাস্তবে নয়, মোশাররফ করিম অভিনীত নতুন নাটক ‘আই এ্যাম আন্ডার এ্যারেস্ট’ এ ।
এই নাটকের এক অংশে দেখা যাবে পুলিশের পোশাক পরে মোশাররফ করিমকে গ্রেফতার করে থানায় নিয়ে যান অভিনেত্রী তিশা। পরিচালক মুরসালিন শুভ’র ‘আই এ্যাম আন্ডার এ্যারেস্ট’ নাটকের এক দৃশ্যে এমন হবে বলে জানা যায়। সম্প্রতি উত্তরায় শেষ হয়েছে নাটকটির শুটিং। এতে আরও অভিনয় করেছেন শহিদু্ল্লাহ সবুজ।
নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘বছর শুরুটা তিশা আর আমি এই নাটক দিয়ে শুরু করলাম। গল্প আমার কাছে ভালো লেগেছে। এখন দর্শকদের ভালো লাগলেই আমাদের সন্তুষ্টি আসবে।’
এ ব্যাপারে পরিচালক জানান ভালোবাসা দিবসে বা তার আগেই কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে ‘আই এ্যাম আন্ডার এ্যারেস্ট’।