নরসিংদীতে আজহারীর ভরা মাহফিলে মুসলমান হলেন হিন্দু নারী !!
সম্প্রতি বেশ কয়েকদিন ধরে সিক্স প্যাক বিতর্ক নিয়ে বেশ আলোচনা-সমালোচনায় ছিলেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রিসার্চ ফেলো মিজানুর রহমান আজহারী। এরপর থেকে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় নিষেধাজ্ঞা করা হয়। আগামী (৪ জানুয়ারী) নরসিংদীর একটি মাদ্রাসায় আজহারীর তাফসীর মাহফিলের করা নিয়ে জল্পনা-কল্পনা ছিল।
প্রশাসনের অনুমতি না পাওয়ায় নরসিংদী আসতে পারেন নি তিনি। নরসিংদীর গাবতলী- সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নরসিংদীর সেই মাদ্রাসায় ওয়াজ মাহফিলে যোগ দিয়েছেন আলোচিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী।
শনিবার নরসিংদীর একটি কামিল মাদ্রাসায় তিনি প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বলে জানায় আয়োজকরা। তবে এবার নরসিংদীতে মিজানুর রহমান আজহারীর এই মাহফিলে মুসলমান হলেন হিন্দু নারী।
মুসলমান হওয়ার আগে ঐ নারীর নাম ছিল দিশাকা দাশ পুজা। এদিন আজহারীর ভরা মাহফিলে ” আল্লাহ্ এক ও অদ্বিতীয়” বলে তিনি সাক্ষ্য দেন। পরে আজহারী দোয়ার মাধ্যমে মাহফীল সমাপ্ত করেন।