বিধ্বং’সী ব্যাটিং আফিফ জাতীয় দলে হবেন তামিমের সঙ্গী !!
বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। চলতি আসরে দারুন পারফর্ম করে চলেছেন আফিফ হোসেন ধ্রুব।
তারই ধারাবাহিকতায় গতকাল ৩৪তম ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলেন তিনি।ম্যাচে সিলেটের দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে রাজশাহীর হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে আসেন আফিফ-লিটন।বরাবরের মতই বিধ্বংসী ব্যাটিং করে ৫৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান।
২০ বলে ৩৬ রান যোগ করে আউট হন লিটন। আর ৩০ বলে ৪৬ রান করেন আফিফ। এমতাবস্তায় ক্রিকেটপাড়ায় গুঞ্জন চলছে তবে কি জাতীয় দলে ওপেনিং করবেন আফিফ?
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।